কাতার বিশ্বকাপে খেলতে আজকের ম্যাচটা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে বাঁচা মরার লড়াই। বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে হলে রোনালদোর দেশ পর্তুগিজকে এই ম্যাচে জিততেই হবে। তুলনামূলক সহজ প্রতিপক্ষকেই পেয়েছে পর্তুগাল। যদিও চার বারের চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে প্লেঅফের ফাইনালে আসা উত্তর মেসিডোনিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবতে নারাজ সিআর সেভেন।
রোনালদো বলেছেন, ‘যদি আপনি তত্ত্বগতভাবে মেসিডোনিয়াকে দুর্বল দল ভাবেন, তবে আপনি ভুল পথে আছেন। এই ভাবনা পরিস্থিতি ভয়ংকর করে তুলতে পারে।’
এরপর পর্তুগিজ নাবিক আরও বলেন, ‘আমরা উত্তর মেসিডোনিয়াকে সেভাবেই ফেস করবো, যেভাবে ইতালিকে করতাম।’
বৃহস্পতিবার প্লে-অফের সেমিফাইনালে তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছিল পর্তুগাল। ঠিক সেদিনিই ইতালিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে উত্তর মেসিডোনিয়া।
বিডি প্রতিদিন/নাজমুল