২৩ মে, ২০২২ ০১:৪৭

১১ বছর পর মিলেছে শিরোপা, মিলানের ঘরে খুশির জোয়ার!

অনলাইন ডেস্ক

১১ বছর পর মিলেছে শিরোপা, মিলানের ঘরে খুশির জোয়ার!

এসি মিলানের শিরোপা উৎসব।

প্রতীক্ষার প্রহর ফুরালো, হাসির ফোয়ারায় এলো খুশির দিন। এসি মিলানের ঘরে ১১ বছর পর এলো শিরোপা। সাসসুয়োলোকে ৩-০ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করেছে ইতালির এই ফুটবল ক্লাবটি। 

রূপকথা লেখার ম্যাচে জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ের জিরু, বাকি গোলটা আইভরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসির।

চ্যাম্পিয়ন হতে রবিবার শেষ রাউন্ডে ড্র করলেই চলত মিলানের। তবে বড় জয় দিয়েই শিরোপা উৎসব মাতিয়েছে ইতালির ঐতিহ্যবাহী দলটি।

ইতালির শীর্ষ লিগে সবচেয়ে বেশি শিরোপা জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পাশে বসেছে এসি মিলান। ৩৬টি ট্রফি নিয়ে চূড়ায় আছে জুভেন্তাস।

 গোল না পেলেও আবারও এসি মিলানের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়ে গেলেন ইব্রাহিমোভিচ। ২০১০-১১ মৌসুমে দলটির সবশেষ লিগ শিরোপা জয়েরও অংশ ছিলেন এই সুইডিশ তারকা।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর