২৩ মে, ২০২২ ১৩:০২

১৩ বছর পর ‘গোল্ডেন ডাক’ সাকিবের

অনলাইন ডেস্ক

১৩ বছর পর ‘গোল্ডেন ডাক’ সাকিবের

আগুনে বোলিংয়ে শ্রীলঙ্কার দুই পেসার এলোমেলো করে দিয়েছেন বাংলাদেশকে। রাজিথা ও আশিথার সম্মিলিত আক্রমণে প্রথম ঘণ্টাতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার জয় ও তামিম শূন্য রানে ফেরেন সাজঘরে। সাকিব ‘গোল্ডেন ডাক’। মুমিনুল আশার আলো দেখালেও দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শান্তও ফিরেছেন সাজঘরে।

১৩ বছরের বেশি সময় পর টেস্টে প্রথম বলে আউট হলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে প্রথম ‘গোল্ডেন ডাক’ পেয়েছিলেন তিনি সেই ২০০৯ সালের জানুয়ারিতে। প্রতিপক্ষ সেবারও ছিল শ্রীলংকা, চট্টগ্রামে এলবিডব্লিউ হয়েছিলেন অজান্ত মেন্ডিসের বলে।

সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ১১১ ইনিংসে তার পঞ্চম শূন্য এটি।

পেসার রাজিথার তৃতীয় শিকার সাকিব। রাউন্ড দ্য উইকেটে ক্রিজের বেশ দূর থেকে করা তার ডেলিভারিটি লেগ সাইডে খেলতে গিয়ে মিস করেন সাকিব। বল লাগে পায়ে। জোরাল আবেদনে একটু ভেবে আঙুল তুলে দেন আম্পায়ার।

সাকিব রিভিউ নেন সঙ্গে সঙ্গেই। তবে রিভিউয়ে দেখা যায়, ব্যাটে লাগেনি বল। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল আঘাত করছিল লেগ স্টাম্পে। আম্পায়ার্স কলে টিকে থাকে সিদ্ধান্ত।

তার আগে শূন্য রানে ফেরেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও ওপেনার মাহমুদুল হাসান জয়।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর