সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর ভয়াবহ বিপর্যয় কাটিয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকালেন লিটন দাস। এ নিয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি করেছেন লিটন। অপরপ্রান্তে থাকা মুশফিকুর রহিমও সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২২৬ রান। লিটন রান ১১৭ ও মুশফিক ৮৮ রানে অপরাজিত আছেন।
এর আগে মিরপুরে সিরিজের শেষ টেস্টে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে বাংলাদেশের ব্যাটারদের এলোমেলো করে দেয় লঙ্কান বোলাররা। বিপর্যয় নেমে আসে টাইগার ব্যাটিং লাইনআপে। দলীয় ২৪ রানে ৫ উইকেট হারায় বাংলাদশে। সেখান থেকে ভয়াবহ বিপর্যয় কাটিয়ে দারুণভাবে মুশফিক ও লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে রেকর্ড জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন