নারীদের হকি বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। দীর্ঘ ১২ বছর পর হকি বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনার নারীরা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে জার্মানদের ৪-২ গোলে হারিয়েছে তারা। আজ রাতে একই ভেন্যুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেদারল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলবে রোচিও সানচেজের আর্জেন্টিনা।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন এবং কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।
নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। রবিবার নেদারল্যান্ডসের অ্যামস্ট্যালভিনের এস্তাদি অলিম্পিক দে তেররাসায় জার্মানিকে হারিয়ে ৪-২ গোলে হারিয়েছে তারা।
বিডি প্রতিদিন/ফারজানা