গল টেস্টে শ্রীলঙ্কার ২২২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ২১৮ রানে। তবে লঙ্কানদের বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোখধাঁধানো সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এ নিয়ে ক্যারিয়ারের ৪১তম টেস্টে সপ্তম সেঞ্চুরি তুলে নেন বাবর।
গতকাল প্রথম দিনের শেষ বিকালে দুই ওপেনার ইমাম উল হক ও আব্দুল্লাহ শফিকের উইকেট হারিয়ে ২৪ রান করে সফরকারীরা।
রবিবার দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে লাঞ্চের আগেই পাকিস্তান হারায় আরও ৫ উইকেট।
দলীয় ৮৫ রানে দলের সেরা ৭ ব্যাটসম্যান ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, মোহাম্মদ নওয়াজ ও পেসার শাহিন শাহ আফ্রিদির উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে যায় পাকিস্তান।
দলের এমন ভঙ্গুর অবস্থায় লেগ স্পিনার ইয়াসির শাহর সঙ্গে অষ্টম উইকেটে ২৭ আর নবম উইকেটে পেসার হাসান আলীর সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন বাবর।
দলীয় ১৪৮ রানে হাসান আলী ২১ বলে যখন ১৭ রানে ফেরেন তখন ৫৫ রানে ব্যাটিংয়ে ছিলেন বাবর। সেই অবস্থা থেকে দলকে দুইশ পার করার আগেই সেঞ্চুরি তুলে নেন বাবর।
আউট হওয়ার আগে ২৪৪ বল মোকাবেলা করে ১১৯ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন