এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে পড়েছে কঠিন গ্রুপে। বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দুই টেস্ট খেলুড়ে দেশ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী স্কটল্যান্ডও।
বুলাওয়ায়োতে রবিবার (১৭ আগস্ট) ফাইনালে ৩৭ রানে হারা নেদারল্যান্ডস জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচে ১৩২ রান তাড়ায় মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় ডাচদের ইনিংস।
অস্ট্রেলিয়া আসরের প্রাথমিক পর্বের গ্রুপ নিশ্চিত করা এই ম্যাচে জিম্বাবুয়ের জয়ের নায়ক সিকান্দার রাজা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৮ রানে ৪ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ফাইনালে দুই দলের ব্যাটসম্যানদের কেউই খেলতে পারেননি বড় ইনিংস। ম্যাচে ফিফটি নেই একটিও। দুই দলের ইনিংসে নেই কোনো পঞ্চাশ ছোঁয়া জুটি।
কুইন্স স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই যান দুই অঙ্কে। কিন্তু কেউ খেলতে পারেননি বড় ইনিংস। দলটির হয়ে ৩ চারে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। ২০ রান পার করতে পারেন আর কেবল রেজিস চাকাভা। এই ওপেনার দুটি করে ছক্কা-চারে করেন ২৭।
রান তাড়ায় নেদারল্যান্ডসের কেউই টানতে পারেননি দলকে। দুই অঙ্ক স্পর্শ করতে পারেন কেবল চার ব্যাটসম্যান। সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন স্টেফান মাইবার্গ। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে রাজা ছাড়াও ভালো বোলিং করেন ওয়েসলি মাধেভেরে। ১৫ রান দিয়ে অফ স্পিনে ধরেন তিনি দুই উইকেট।
চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের আনুষ্ঠানিক নাম গ্লোবাল কোয়ালিফায়ার। গত ফেব্রুয়ারিতে এর প্রথমটিতে জিতে প্রাথমিক পর্বে খেলা নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ড। অন্যটি গত ১১ জুলাই শুরু হয় জিম্বাবুয়েতে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১৯.৩ ওভারে ১৩২ (চাকাভা ২৭, আরভিন ১০, উইলিয়ামস ২৮, মাধেভেরে ৯, রাজা ১৯, শুম্বা ১, বার্ল ১৫, মুনিয়োঙ্গা ৭, জঙ্গুয়ে ৬, মাসাকাদজা ৪, এনগারাভা ১*; ক্লাসেন ৩.৩-০-২৯-১, প্রিঙ্গল ৪-০-২১-১, ফন বিক ৪-১-১৮-৩, ফন মিকেরেন ৩-০-১৭-১, ডে লেডে ৩-০-১৯-২, শারিজ ২-০-২৬-১)
নেদারল্যান্ডস: ১৮.২ ওভারে ৯৫ (ও’ডাওড ১২, মাইবার্গ ২২, ডে লেডে ১, কুপার ৯, এডওয়ার্ডস ৭, নিডামানুরু ২১, ফন বিল ০, প্রিঙ্গল ৪, ক্লাসেন ০, ফন মিকেরেন ১০, শারিজ ১*; মাধেভেরে ৩-০-১৫-২, মাসাকাদজা ৩-০-২৫-০, এনগারাভা ১.২-০-৮-১, উইলিয়ামস ৪-০-১০-১, রাজা ৪-১-৮-৪, বার্ল ২-০-১৯-০, জঙ্গুয়ে ১-০-৬-১)
ফল: জিম্বাবুয়ে ৩৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ