২০২২ এশিয়া কাপের আয়োজক দেশ শ্রীলঙ্কা। তবে টুর্নামেন্ট দেশটির বাইরে স্থানান্তরিত হতে পারে, যদিও দেশটি সফলভাবে অস্ট্রেলিয়ার একটি পূর্ণ সফর আয়োজন করেছে। সেইসঙ্গে কোনো বড় ঝামেলা ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ আয়োজন করেছে।
ইএসপিএনক্রিকইনফোর খবরে বলা হয়েছে, এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক থাকবে শ্রীলঙ্কা। তবে টুর্নামেন্ট ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে দুবাই ও শারজাহতে টুর্নামেন্টের খেলা হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহ পর্যন্তও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেশের গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সত্ত্বেও এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে ‘খুব আত্মবিশ্বাসী’ ছিল।
জ্বালানি সংকট ও প্রতিদিনের তীব্র বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পরিবর্তনের দাবিতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়েন। যদিও, এই বিক্ষোভ ক্রিকেটে প্রভাব ফেলেনি। সেখানে অস্ট্রেলিয়া জুনের বেশিরভাগ সময় ও জুলাইয়ের কিছুটা সময় কাটিয়েছে। একটি পূর্ণ সফর শেষ করেছে, যার মধ্যে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ছিল। এখন, পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে।
আরব আমিরাতে সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী বলেছেন, ‘দুই দলকে স্বাগত জানানো এবং দশ দলকে স্বাগত জানানো এক নয়। দশটি আলাদা আলাদা (টিম) বাসে আপনাকে জ্বালানি দিতে হবে। প্রতিটি দলের লাগেজ ভ্যানেও জ্বালানি দিতে হবে। ফ্লাডলাইটের জেনারেটরের জন্যও জ্বালানির ব্যবস্থা করতে হবে।’
উল্লেখ্য, আগামী ২২ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এশিয়া কাপের সূচি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ