কোচ ছাঁটাইয়ের সপ্তাহ না পার হতেই সিদ্ধান্ত বদলাল ইরান। দ্রাগান স্কোচিচকে প্রধান কোচ হিসেবে পুনর্বহাল করল দেশটি। ইরান ফুটবল ফেডারেশনের পরিচালনা পর্ষদ ও টেকনিক্যাল কমিটির মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি রোববার এক প্রতিবেদনে বিষয়টি জানায়।
স্কোচিচকে বরখাস্তের বিষয়টি সামনে আসে গত সোমবার। বিশ্বকাপের মাত্র চার মাস আগে কোচ ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। ২০২০ সালে ফেব্রুয়ারিতে মার্ক ভিলমটসের স্থলাভিষিক্ত হয়েছিলেন স্কোচিচ। তার কোচিংয়েই কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। এশিয়া পর্বের বাছাইয়ে নিজেদের গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়ার আগে বৈশ্বিক আসরের টিকেট নিশ্চিত করে তারা।
এই নিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবে ইরান। তার আগে ৫৩ বছর বয়সী ক্রোয়াট কোচ স্কোচিচের কোচিংয়েই তৈরি হবে দলটি। আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে আছে ইরান। ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। এরপর মুখোমুখি হবে ওয়েলস ও যুক্তরাষ্ট্রের।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ