দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। কোচ অস্কার ব্রুজোনও তাই বেশ খুশি। এমন সাফল্যের রহস্য জানাতে গিয়ে কোচ বলেছেন, এই সাফল্য ঐক্য এবং পরিশ্রমের ফসল।
যদিও মৌসুমের শুরুটা মোটেও স্বভাবসূলভ হয়নি বসুন্ধরা কিংসের। স্বাধীনতা কাপ হাতছাড়া করার পর ইনজুরিতে হারাতে হয় নির্ভরযোগ্য ডিফেন্ডার তপু বর্মনকেও। আর লিগ শুরুর পর থেকে চোট জর্জরিত দল নিয়েই অস্কার ব্রুজোনকে পরিকল্পনা সাজাতে হয়েছে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার সাইফ স্পোর্টিং ক্লাবকে ২-০ ব্যবধানে হারায় বসুন্ধরা কিংস। গোল করেছেন মতিন মিয়া ও বিপলু আহমেদ। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা জিতল বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজোনের অধীনে সবমিলিয়ে ষষ্ঠ শিরোপা জয় করল তারা। এর মধ্যে তিনটি লিগ, দুইটি ফেডারেশন কাপ এবং একটি স্বাধীনতা কাপ।
দুই ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিতের পর কিংস কোচ অস্কার ব্রুজোনের আনন্দের যেন শেষ নেই। তবে দলের এমন সাফল্যে খেলোয়াড়দের সব ক্রেডিট দিয়েছেন এই স্প্যানিয়ার্ড, ‘খুবই আঁটসাঁট ম্যাচ ছিল আজ। সাইফ স্পোর্টিং প্রেসিং ফুটবল খেলেছে, দ্বিতীয় লেগের সেরা দল তারা। তারা আক্রমণাত্মক মনোভাব দেখিয়েছে, বিশেষ করে আক্রমণভাগে। আমাদের পরিকল্পনা, লক্ষ্য বাস্তবায়ন হয়েছে। খেলোয়াড়রা ঐক্যবদ্ধ ও আত্মবিশ্বাসী ছিল, যার কারণে সাফল্য এসেছে।’
দুই মৌসুম ধরে বসুন্ধরা কিংসে খেলছেন ইরানি ডিফেন্ডার খালেদ শাফি। মাঠের পারফরম্যান্সে হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসার প্রতীক। চলতি মৌসুমে লিগ জয় করা অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে, ‘এটা অবিশ্বাস্য। বসুন্ধরা কিংসের লিগ শিরোপা জয়, আমার এখানে এসে সাফল্য পাওয়া, ফুটবল নিয়ে এ দেশের সমর্থকদের উন্মাদনা সবকিছুই আমার কাছে অবিশ্বাস্য।’
বিডি প্রতিদিন/নাজমুল