ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে ফিরছেন বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে ছুটিতে থাকা জেসন হোল্ডার।
হোল্ডারকে ফেরানো নিয়ে ক্যারিবিয়ানদের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘আমরা জানি বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডারদের মধ্যে জেসন হোল্ডার বড় নাম। ভারতের বিপক্ষে সে ফেরায় আমরা খুশি। সে পূর্ণ উদ্যম নিয়ে ফিরছে। আমরা আশা করছি মাঠে তার ব্রিলিয়ান্স আমরা দেখতে পাব।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের বিপক্ষে গায়ানায় তিন ম্যাচেই আমরা অনেক চ্যালেঞ্জিং অবস্থায় পড়েছিলাম। ভারতের বিপক্ষে ত্রিনিদাদে আমরা এটি কাটিয়ে উঠতে চাই। একটা গ্রুপ হিসেবে খেলতে চাই এবং ভারতের চেয়ে ভালো করতে চাই।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে যথাক্রমে ২২, ২৪ এবং ২৭ জুলাই। ওয়ানডের পর দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, কেয়াসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুড়াকেস মোতিয়ে, কেমো পাল, রোভম্যান পাওয়েল, জেডন সিলস।
রিজার্ভ : রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালস জুনিয়র।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ