জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো নিউজিল্যান্ড। প্রায় আট মাস পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ৩১ রানে জিতেছে কিউইরা।
আয়ারল্যান্ডের বেলফাস্টে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৩ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে লকি ফার্গুসনের আগুনঝরা বোলিংয়ে ১৮.২ ওভারে ১৪২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। গতির ঝড় তুলে ৩.২ ওভারে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন লকি।
তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে গ্লেন ফিলিপসের হাতে। চার নম্বরে নেমে অপরাজিত ইনিংসে ৫২ বলে ৬৯ রান করেছেন ফিলিপস। যেখানে ছিল সাত চারের সঙ্গে একটি ছয়ের মার। এছাড়া জিমি নিশাম ১৬ বলে ২৯, মার্টিন গাপটিল ১২ বলে ২৪ ও মাইকেল ব্রেসওয়েল ১৩ বলে ২১ রান করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ