অবশেষে বার্সেলোনায় যোগ দিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি। গতকাল দর্শকদের সামনে বার্সার জার্সি পরে আনুষ্ঠানিক উপস্থাপনও হয়ে গেছে তার। সেই অনুষ্ঠানেই পোলিশ স্ট্রাইকার জানালেন, শিরোপা জেতার জন্য সম্ভাব্য সেরা জায়গাতেই আছেন তিনি।
এই গেল সপ্তাহের শুরুতেও মনে হচ্ছিল বায়ার্ন মিউনিখ বড় একটা বাধাই তৈরি করে রাখবে লেভান্ডভস্কির বার্সায় যোগ দেওয়ার পথে। তবে বার্সেলোনা শেষমেশ ঠিকই তাকে দলে ভিড়িয়েছে। পোলিশ তারকা জানালেন, এবার তার নজর শিরোপায়।
বললেন, ‘ফুটবলে জেতার মানসিকতাটা থাকা জরুরী। আমি মনে করি, সেই মানসিকতা নিয়ে শিরোপা জেতার জন্য আমি সেরা জায়গাতেই চলে এসেছি।’
শিরোপা জেতার যথেষ্ট রসদ দলের আছে, অভিমত সাবেক বায়ার্ন তারকার, ‘আমাদের অনেক কাজই করতে হবে। তবে স্কোয়াডে অনেক বেশি গুণমানসম্পন্ন, প্রতিভাবান খেলোয়াড় আছে। আমি ভালো ক্লাবেই এসেছি।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। বললেন, ‘সতীর্থদের সঙ্গে আমি শেষ কিছু অনুশীলন সেশন করেছি। পরের ম্যাচ খেলতে আমি প্রস্তুত।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ