পরিবারের সাথে ছুটি কাটাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। মনে করা হচ্ছিল যে একেবারে এশিয়া কাপের সময় ভারতীয় দলে মাঠে ফিরবেন তিনি। কিন্তু এখন বিসিসিআইয়ের অন্দরমহল থেকে খবর আসছে যে ভারতের জিম্বাবুয়ে সফরে তাকে দলে ডাকা হতে পারে। এশিয়া কাপ ২০২২-এর আগে কোহলি যাতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে ফর্ম ফিরে পায় সেজন্য এমন উদ্যোগ নিতে যাচ্ছে বিসিসিআই।
বিসিসিআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এশিয়া কাপের আগে ফর্মে ফেরার মঞ্চ হিসেবে জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে কোহলিকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।
নাম প্রকাশ না করা শর্তে ভারতীয় দলের নির্বাচন কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, “বিশ্রাম নিয়ে কোহলি মানসিকভাবে তরতাজা হয়ে উঠবেন। কিন্তু এতদিন ক্রিকেট থেকে দূরে থেকে তার পক্ষে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় নামাটা সহজ হবে না। তাই আমরা চাইছি জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে তারপর ফিরে আসুন তিনি।
যদিও বিরাট কোহলি ছাড়া আর কোনও সিনিয়র ক্রিকেটারের ওই সফরে খেলার সম্ভাবনা নেই। কারণ এশিয়া কাপ ও জিম্বাবুয়ে সফরের মধ্যে ব্যবধান খুব কম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তারা বিশ্রামে থাকছেন। বিরাট কোহলি সঙ্গী হিসেবে নিজের এক সময়ের দিল্লির সতীর্থ শিখর ধাওয়ানকে পেতে পারেন যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন।
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে বিরাট কোহলি একেবারেই ভালো ফর্মে ছিলেন না। সব ফরম্যাটে মোট ৬ ইনিংস মিলিয়ে তিনি ৭৬ রান করেছিলেন। টেস্ট র্যাঙ্কিংয়ে আর প্রথম দশে নেই তিনি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথম তিন ব্যাটারের তালিকা থেকে ছিটকে গেছেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত