৩৭ বছরেরও দিব্যি ফুটবল খেলে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার ফিটনেসও চোখ তাঁতানো। তবে এবার সেই ফিটনেস নিয়ই উঠছে প্রশ্ন।
এবার প্রস্তুতি নেওয়ার তেমন একটা সুযোগ পাননি রোনালদো। এবারের মৌসুমের শুরুতে তাই উঠছে প্রশ্ন, ‘কতটা ফিট পর্তুগিজ তারকা?’
এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগ অবশ্য স্পষ্ট জানিয়ে দিলেন, দলে জায়গা পাওয়ার লড়াইয়ে নামার আগে রোনালদোকে তার ফিটনেসের উন্নতি করতে হবে।
বল পায়ে কিংবা বল ছাড়া, মাঠে সব সময় সক্রিয় থাকতে হবে, এই কৌশলের জন্যই বিখ্যাত টেন হাগ। তাই অনেকেই প্রশ্ন তুলছেন, আক্রমণাত্মক ফুটবলের এমন ধরনের সঙ্গে ৩৭ বছর বয়সী রোনালদো মানিয়ে নিতে পারবেন কিনা?
স্কাই স্পোর্টসের দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেড কোচ টেন হাগ বলেন, ‘খেলা শুরুর আগে তাকে ফিট হতে হবে, মাত্রই তো সে অনুশীলন শুরু করেছে।’ ‘সে অসাধারণ ফুটবল খেলোয়াড়, অনেকবার সে এটার প্রমাণ দিয়েছে। তবে সবসময়ই একজন খেলোয়াড়কে তার বর্তমান অবস্থান নিয়ে বিচার করা হয়, এখন সে কেমন খেলছে বা কি করছে।’
সূত্র: স্কাই স্পোর্টস
বিডি প্রতিদিন/নাজমুল