৭ আগস্ট, ২০২২ ২০:০৬

রাজা-চাকাভার ব্যাটিংয়ে জয়ের আশা দেখছে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

রাজা-চাকাভার ব্যাটিংয়ে জয়ের আশা দেখছে জিম্বাবুয়ে

সিকান্দার রাজা ও রেগিস চাকাভার ব্যাটিংয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছে জিম্বাবুয়ে। ৪৯ রানে ৪ উইকেট পড়ার পর দুজন মিলে দারুণ এক জুটি গড়েছেন। এতে চাপে পড়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ৬৯ রান এবং চাকাভা ৬৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের দেওয়া ২৯০ রানের জবাবে ব্যাটিং নেমে প্রথম ওভারেই হাসান মাহমুদের বলে টি কাইতানো এক রান করে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন। দলীয় ১৩ রানেও একইভাবে ইনোসেন্ট কাইয়াকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ।

এরপর ওয়েসলি মাধভিরে উইকেটে এসে থিতু হতে পারেননি। ২ রান করে দলীয় ২৭ রানের মাথায় মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। টানা তিন উইকেট পড়লেও অন্যপ্রান্তে অপর ওপেনার তাদিওয়ানাশে মুরুমানি উইকেট আগলে রেখেছিলেন। পরে দলীয় ৪৯ রানের মাথায় তাইজুল ইসলামের বলে আউট হন তিনি। আউট হওয়ার আগে মুরুমানি ৪২ বলে করেন ২৫ রান।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর