৮ আগস্ট, ২০২২ ২১:১২

সোহান কী এশিয়া কাপে খেলতে পারবেন?

অনলাইন ডেস্ক

সোহান কী এশিয়া কাপে খেলতে পারবেন?

নুরুল হাসান সোহান।

সিঙ্গাপুরের র‍্যাফেলস হাসপাতালে আজ সোমবারই আঙুলের অস্ত্রোপচার হয়েছে নুরুল হাসান সোহানের। বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার সোহানের সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে, এমনটাই জানিয়েছে বিসিবি।

সিঙ্গাপুরে থেকেই বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘র‍্যাফেলস হাসপাতালে আজ বিকেলে সোহানের (নুরুলের) বাঁ হাতের তর্জনিতে ক্লোজড রিডাকশন অ্যান্ড পিনিং প্রসিডিউর করেছেন ডাক্তার অ্যান্থনি ফু। সেরে ওঠার আনুমানিক সময় তিন থেকে চার সপ্তাহ।’ 

এর আগে আজ বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সোহান জানিয়েছিলেন ‘আমার আঙুলে অস্ত্রোপচার। সবার কাছে দোয়া চাই।’


আগামীকালই দেশে ফিরছেন সোহান। তবে ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে তার খেলা হচ্ছে না, সেটা একরকম নিশ্চিত। এখন বিসিবির কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসাই বাকি আছে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সোহান।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর