নিজের শেষ টেস্ট ম্যাচ কি তাহলে খেলে ফেলেছেন ট্রেন্ট বোল্ট? নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাঁহাতি এই পেসার সরে দাঁড়ানোর পর প্রশ্নটি অমূলক নয়। বোর্ডের চুক্তিতে না থাকায় জাতীয় দলে, বিশেষ করে টেস্টে তার খেলা সীমিত হয়ে যাবে, সেটা ভালো করেই বুঝতে পারছেন বোল্ট। তবে ভবিষ্যতে আবার সাদা পোশাকে খেলার আশা ছাড়ছেন না তিনি।
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে দুইটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে তারা দেশের মাটিতে। এর একটি হবে দিনরাতের, মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল। বোল্টের যেটি ঘরের মাঠ। এরপর মার্চে দেশেই তারা দুইটি টেস্ট খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
বিদেশি টি-টোয়েন্টি লিগে চুক্তির কারণে পাকিস্তানে বোল্টের যেতে না পারা প্রায় নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের ড্রাফটে ১২ জন প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়ের তালিকায় আছেন তিনি। ১৩ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্টটির গ্রুপ পর্বের খেলা। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের নতুন টি-টোয়েন্টি লিগেও চুক্তি করেছেন বোল্ট। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্টে তিনি খেলবেন এমআই এমিরেটসের হয়ে।
পরিবারকে আরও বেশি সময় দিতে ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাধাহীনভাবে খেলতেই এই মাসের শুরুতে নিউজিল্যান্ডের চুক্তি ছাড়েন বোল্ট। কেন্দ্রীয় চুক্তি ও ঘরোয়া ক্রিকেটের চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের সাধারণত জাতীয় দলের জন্য খুব একটা বিবেচনা করে না নিউজিল্যান্ডের বোর্ড।
আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঘোষিত দলে অবশ্য আছেন বোল্ট। ৭৮ টেস্টের সবশেষটি তিনি খেলেছেন গত জুনে, ইংল্যান্ড সফরে। সেটিই তার শেষ টেস্ট কিনা, এমন প্রশ্নে বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে ৩৩ বছর বয়সী পেসার বললেন, আশা করি, তা নয়। আবার টেস্ট খেলার বিষয়টি তিনি ছেড়ে দিলেন বোর্ডের ওপর।
তিনি বলেন, আমি ভালোভাবে জানি, চুক্তি থেকে সরে আসার যে সিদ্ধান্ত নিয়েছি সেটা দল নির্বাচনে প্রভাব ফেলবে। আমি আসলে এখন একেকটি সপ্তাহ বিবেচনায় নিয়ে ভাবছি। সামনে অনেক ক্রিকেট খেলা হবে। আমি জানি, পরের সিরিজ পাকিস্তানে এবং তারপর নতুন বছর আমার ঘরের মাঠে (বে ওভাল, মাউন্ট মঙ্গানুই) ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু এখনই কিছু বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি বিষয়টি নিউ জিল্যান্ড ক্রিকেটের ওপর ছেড়ে দিচ্ছি এবং তাদের সিদ্ধান্তকে সম্মান করি।
নিউজিল্যান্ড ক্রিকেট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে বোল্টকে দলে নেওয়াটা নির্ভর করবে পরিস্থিতির ওপর। বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অগ্রাধিকার দেবে তারা। আগামী বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপেও খেলার ইচ্ছা বোল্টের। যদি সেখানে খেলতে পারেন, সেটি হবে তার তৃতীয় ওয়ানডে বিশ্বকাপ। আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নিউ জিল্যান্ডের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন বলেও ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ