এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরে বাঁচা-মরার ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে হংকং। আজ যে দল জিতবে, তারাই নাম লেখাবে সুপার ফোরে।
শুক্রবার শারজাহ ক্রিকেট সেটডিয়ামে টস জিতে বাবর আজমদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন হংকং অধিনায়ক।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান। অন্যদিকে হংকংও হেরেছে ভারতের কাছে।
এ দুই দলের মুখোমুখি দ্বৈরথ হয়নি এখন পর্যন্ত। আজই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলছে হংকং। দুই দলই আজ মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রৌফ, শাওনেওয়াজ দাহানি।
হংকং একাদশ
নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিৎ শাহ, আইজাজ খান, স্কট ম্যাককেনি(উইকেটরক্ষক), জিশান আলী, হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুকলা, মোহাম্মদ ঘাজানফার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন