শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগেই কথার যুদ্ধে জড়িয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। প্রায় পরিষ্কার করেই বলেছিলেন, লঙ্কায় গোনায় ধরার মতো বোলার নেই। তার এই কথা ভালোভাবে নেননি শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। তিনিও লঙ্কানদের মাঠে দেখিয়ে দিতে বলেছিলেন।
যদিও লঙ্কান বোলাররা মাঠে দেখাতে পারেনি, টাইগার ব্যাটারদের কাছে রীতিমত তুলোধুনো হয়েছে। তবে শ্রীলঙ্কানরা ১৮৪ রানের বড় টার্গেট টপকে ম্যাচটা জিতে গেছে কেবল বাংলাদেশের বোলারদের ব্যর্থতায়।
সেকারণেই স্ত্রী সন্তানসহ দুবাই ঘুরতে বের হওয়া সুজন সাংবাদিকদের জানিয়েছেন, তার মন ভালো নেই। তিনি বলেন, ‘আমার একটুও ভালো লাগছে না। খুব স্ট্রেস গিয়েছে কয়েকটা দিন। এখনই চলে যেতে পারলে ভালো হতো। এদের (পরিবার) নিয়ে একটু ঘুরে আসি। আগামীকাল যাব।’
সুজনের আক্ষেপ, ‘দুই দলের (আফগানিস্তান-শ্রীলঙ্কা) সঙ্গেই জেতা উচিত ছিল। আমরা জিততে শিখতে পারছি না।’
কেন দল হেরেছে, সেই ব্যাখ্যাও স্বল্প কথায় দিয়েছেন সুজন ‘গতকাল ব্যাটিংটা ভালো হয়েছে। সেটা নিয়ে সবাই খুশি ছিলাম। কিন্তু এত ওয়াইড-নো দিলে কি জেতা যায়? আমরা এই জায়গাতেই পিছিয়ে গেছি। খুব কষ্টকর ছিল মেনে নেওয়া।’
বিডি প্রতিদিন/নাজমুল