এশিয়া কাপে দ্বিতীয়বার ভারতের মুখোমুখি হওয়ার আগে কিছুটা ব্যাকফুটে পাকিস্তান। দলটির অধিনায়ক বাবর আজমের ফর্ম চিন্তায় রাখছে দলকে। এই আসরে প্রথম দুই ম্যাচে রান করতে ব্যর্থ পাক অধিনায়ক। ভারতের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতে আজ রবিবার ফর্মে ফেরার চ্যালেঞ্জ বাবরের সামনে।
চোটের জন্য পাকিস্তান দলের তিনজন পেসার ইতোমধ্যে ছিটকে গেছে। যার ফলে বোলিং অনেকটাই দুর্বল। তাই আজকের ম্যাচে পাকিস্তানের প্রধান শক্তি ব্যাটিং। সেই হিসাবে বাবরের ফর্মে ফেরা অত্যন্ত জরুরি দলের জন্য। তবে দলের কমতি নিয়ে ভাবছেন না কেউই, লক্ষ্য একটাই, সেটি হলো বদলা।
রোহিতদের কাছে হেরে এশিয়া কাপের অভিযান শুরু হয়েছে পাকিস্তানের। আজ যেভাবেই হোক, প্রতিশোধ নিতে চাইছে পাক শিবির। চোট-আঘাতে জর্জরিত হলেও মাঠে সেরাটা দেওয়ার জন্য তৈরি পাকিস্তানের ক্রিকেটাররা।
ব্যাটারদের মধ্যে ছন্দে আছেন মোহম্মদ রিজওয়ান। ভারতের বিরুদ্ধে রান পেয়েছেন। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন। ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। রিজওয়ান বলেন, ভারতের বিরুদ্ধে যেকোনও ম্যাচেই চাপ থাকে। গোটা বিশ্ব এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। শুধু আমরা না, চাপ থাকবে ভারতের ওপরও। মাঠে যারা স্নায়ু ধরে রাখতে পারবে তারাই জিতবে।
হংকংয়ের বিরুদ্ধে বিশাল ব্যবধানে জেতার পর আত্মবিশ্বাস তুঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের। একই ছন্দ ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবেন রিজওয়ানরা। ম্যাচের আগে কী বিশেষ পরামর্শ দিলেন সতীর্থদের? রিজওয়ান বলেন, হংকং হোক বা ভারত, খেলাটা মাঠেই হবে। আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে। বাড়তি কিছু করার দরকার নেই।
তিনি আরও বলেন, আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা জেতার জন্য পরিশ্রম করব। ফলাফল আমাদের হাতে নেই। ভারতের বিরুদ্ধে জয়ের পাশাপাশি পাকিস্তানের লক্ষ্য এশিয়া কাপের ফাইনালে ওঠা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ