চার ওভার বল করে মাত্র চার রান খরচ করে পাঁচটি উইকেট পেয়েছেন। সঙ্গে রয়েছে ২০টি ডট বল। টি-টোয়েন্টি ফরম্যাটে এ ধরনের বোলিং পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠতে পারে। আফগানিস্তানের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমার মাঠ ছাড়লেন ঠিক সেই পরিসংখ্যান নিয়েই।
পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ভুবনেশ্বরের বোলিং বেশ সমালোচিত হয়েছিল। তবে আফগানিস্তানের বিরুদ্ধে নিজের ছন্দ ফিরে পেয়েছেন ভারতীয় এই পেসার।
খেলো শেষে পুরস্কার নিতে এসে ভুবনেশ্বর বলেন, মনে হচ্ছে দিনটা আজ আমার ছিল। পাওয়ার প্লে-তে উইকেট পেয়েছি। খেয়াল করলে দেখবেন, সাদা বলে সেভাবে সুইং পাওয়া যায়নি। তবে আজ অনেক সুইং করেছে। যেখানেই বল করছিলাম, সেখানেই উইকেট পাচ্ছিলাম।
তার সংযোজন, আগের দুটো ম্যাচের দিকে তাকান। পাকিস্তান বা শ্রীলঙ্কা, কোসো ম্যাচেই আমরা সুইং পাইনি। সাদা বলে এতটা সুইং পাওয়া সত্যিই বিশ্বাস করা যায় না।
বৃহস্পতিবার ভুবনেশ্বর কুমারের রেকর্ড ৪ রানে ৫ উইকেটে ২১২ রান তাড়ায় আফগানিস্তান থেমেছে ১১১ রানেই। ১০১ রানের জয়ে এশিয়া কাপ শেষ করল ভারত, সুপার ফোরে এটি তাদের একমাত্র জয়। আর সুপার ফোরে তিন ম্যাচেই হেরে আসর শেষ করল আফগানিস্তান।
বিডি প্রতিদিন/এমআই