ভারত-পাকিস্তানের লড়াইয়ে খেলোয়াড়দের মতো চাপে থাকেন অন-ফিল্ড আম্পায়ারও। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির উত্তেজনা সামলে দিতে হয় সঠিক সিদ্ধান্ত। এশিয়া কাপে এমন হাই-ভোল্টেজ ম্যাচ দারুণভাবে পরিচালনা করেছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এবার এশিয়া কাপের ফাইনালের অন-ফিল্ড আম্পায়ার হিসেবেও মনোনীত হয়েছেন তিনি।
পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনালে আজ মাঠে আম্পায়ারিং করবেন মাসুদুর রহমান মুকুল। আসরে দক্ষতার সঙ্গে আম্পায়ারিং করার পুরস্কার পেয়েছেন মুকুল। বাংলাদেশের প্রথম ও একমাত্র আম্পায়ার হিসেবে এশিয়া কাপের ফাইনালে আম্পায়ারিং করবেন। তিনি গ্রুপ পর্ব ও সুপার ফোরে দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তান ম্যাচ দুটির ফিল্ড আম্পায়ার ছিলেন।
মুকুলের ম্যাচ পরিচালনা করার বিষয় নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু, ‘মুকুল আম্পায়ারিংয়ে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন এশিয়া কাপে। ভারত-পাকিস্তান দুটি ম্যাচ খুব শক্ত হাতে সামাল দিয়েছেন। তারই পুরস্কার পেয়েছে সে।’
মুকুল এখন পর্যন্ত ২৬টি টি-২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ