কাতার বিশ্বকাপ শুরুর ১০ দিন আগে দল ঘোষণা করল ইংল্যান্ড। বৃহস্পতিবার ঘোষিত ২৬ সদস্যের দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল।
দলে প্রত্যাশিতভাবে জায়গা পেয়েছেন হ্যারি কেন, রাহিম স্টার্লিং ও মার্কাস রাশফোর্ডরা। অনেকের আপত্তি সত্ত্বেও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হ্যারি ম্যাগুয়ার।
এদিকে, দুর্দান্ত ফর্মে ছিলেন চেলসির ডিফেন্ডার রিস জেমস। ইনজুরির কারণে এই তারকার কপাল পুড়েছে। ২৬ সদস্যের দলে জায়গা হয়নি তার।
গত ইউরোতে ইংল্যান্ডের সেরা পারফরমারদের তালিকায় প্রথমদিকেই ছিলেন জ্যাক গ্রেয়ালিশ ও কেলভিন ফিলিপস ও ডেক্লান রাইস। প্রত্যাশিতভাবে তারা জায়গা করে নিয়েছেন দলে।
ইংল্যান্ড স্কোয়াড
গোলরক্ষক : জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডালে ও নিক পোপ।
ডিফেন্ডার : কাইরান ট্রিপিয়ার, জন স্টোনস, কাইল ওয়াকার, লুক শ, হ্যারি ম্যাগুয়ার, বেন হোয়াইট, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, এরিক ডিয়ার, কনর কোডি
মিডফিল্ডার : ডেক্লান রাইস, ক্যালভিন ফিলিপস, ম্যাসন মাউন্ট, জর্ডান হেন্ডারসন, জুডে বেলিংহাম ও কনর গ্যালাঘের।
ফরোয়ার্ড : হ্যারি কেন, ক্যালাম উইলসন, রাহিম স্টার্লিং, ফিল ফোডেন, জ্যাক গ্রেয়ালিশ, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড ও জেমস ম্যাডিসন।
বিডি প্রতিদিন/এমআই