সেঞ্চুরির পর আরও মারমুখী হয়ে উঠেছেন ইশান কিষাণ। তার মারমুখী ব্যাটিংয়ে অসহায় হয়ে পড়েছে টাইগাররা। ১২৬ বলে করে ফেলেছেন ডাবল সেঞ্চুরি।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় ভারত।
শুরুতেই ভারত শিবিরে ধাক্কা দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। শেখর ধাওয়ানকে তিন রানে আউট করে শুরুটা ভালো করেছিল টাইগাররা। কিন্তু কোহলি ও কিষাণের ক্যাচ মিসের কারণে শুরুর ভালোটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। কোহলি-কিষাণ দুজনেই দুর্দান্ত খেলছেন। কোহলিও সেঞ্চুরির পথে। তাতে বেশ ভালো অবস্থায় আছে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার দুই বলে এক উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে ভারত। কোহলি ৮৫ রান, আর কিষাণ ২০৪ রানে অপরাজিত আছেন
বিডি প্রতিদিন/এমআই