৩ মার্চ, ২০২৩ ১০:১২

রাজার ব্যাটে ঝড়, লাহোরের দুর্দান্ত জয়

অনলাইন ডেস্ক

রাজার ব্যাটে ঝড়, লাহোরের দুর্দান্ত জয়

গদ্দাফি স্টেডিয়ামে টস জিতে লাহোর কালান্দার্সকে শুরুতে ব্যাট করতে পাঠায় কোয়েটা। লাহোর শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে। ৫০ রান তুলতেই ৭ উইকেট হারায় লাহোর। তবে অষ্টম উইকেট জুটিতে সিকান্দার রাজা এবং রশিদ খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। রাজার ঝড়ো হাঁফ সেঞ্চুরিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ১৭ রানে হারিয়েছে লাহোর।

সাত নম্বরে ব্যাট করতে নামা সিকন্দর রাজা ও রশিদ খান অষ্টম উইকেট জুটিতে দু'জনে মিলে যোগ করেন ৬৯ রান। শেষে রশিদ ব্যক্তিগত ২১ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরেন। ২০ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

তবে অপর প্রান্তে ঝড় তোলেন রাজা। ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২২ বলে। শেষ পর্যন্ত ৩৪ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন এই রোডেশিয়ান অলরাউন্ডার। ৮টি চার ও ৩টি ছক্কআয় ইনিংস সাজান তিনি। ১৯.২ ওভারে ১৪৮ রানে অল-আউট হয় লাহোর। 

জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৩১ রান তোলে কোয়েটা। এরফলে ১৭ রানের জয় পায় লাহোর। উইল স্মিথ দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন। ২২ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন হারিস রউফ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর