৪ এপ্রিল, ২০২৩ ১২:৩২

তিন উইকেট হারিয়ে চাপে আয়ারল্যান্ড

অনলাইন ডেস্ক

তিন উইকেট হারিয়ে চাপে আয়ারল্যান্ড

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ফিল্ডিং করছে বাংলাদেশ। স্বাগতিক পেসাররা শুরু থেকেই চেপে ধরেছে আইরিশদের।

দলীয় ১৩ রানেই প্রথম আঘাত হেনেছেন পেসার শরিফুল ইসলাম। অন্য দুই উইকেট নিয়েছেন এবাদত হোসেন এবং তাইজুল ইসলাম।

ম্যাচের ৫ম ওভারেই দলীয় ১১ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১০ বলে ৫ রান করে শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মারে কমিন্স। অন্য ওপেনার জেমস ম্যাককলাম অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে নিয়ে জুটি বাধার চেষ্টা করেন। দলীয় ২৭ রানের মাথায় আউট হয়ে যান জেমস ম্যাককলামও। এবাদত হোসেনের বলে সেকেন্ড স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তার আগে করেন ৩৪ বলে ১৫ রান।  ব্যক্তিগত ১৬ রানে তাইজুলের শিকার হন বালবির্নি।  

আয়ারল্যান্ডের ৭ জন ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে আজ। তারা হলেন, মুরি কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লরকান টকার, গ্রাহাম হুম, বেন হোয়াইট ও পিটার মুর।

একাদশে যারা- মুরি কমিন্স, জেমস ম্যাককালাম, অ্যান্ডি বালবার্নি, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লরকান টকার, গ্রাহাম হুম, বেন হোয়াইট, পিটার মুর, মার্ক অ্যাডেয়ার ও অ্যান্ডি ম্যাকব্রিন। 

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর