৫ এপ্রিল, ২০২৩ ১৫:১০

সাকিবের বদলে কাকে নিলো কলকাতা?

অনলাইন ডেস্ক

সাকিবের বদলে কাকে নিলো কলকাতা?

সাকিব আল হাসান (ফাইল ছবি)

আইপিএলের চলতি মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন না সাকিব আল হাসান। দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে টুর্নামেন্টটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারকা এই অলরাউন্ডার। এমন বাস্তবতায় সাকিবের বিকল্প হিসেবে সাকিবের বদলে ইংলিশ মারকুটে ওপেনার জেসন রয়কে নিয়েছে কেকেআর ফ্র্যাঞ্চাইজি। 

সাকিবকে যেহেতু আইপিএলে বেশিরভাগ সময়ই পাওয়া যাবে না, তাই তার পরিবর্তে অন্য কোনো বিদেশি ক্রিকেটার নিতে চায় কেকেআর। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে সাকিবকে সেই অনুরোধ জানানো হয়। তবে চুক্তি যেহেতু হয়েছে। সাকিব চাইলে সেই অনুরোধ উপেক্ষা করতে পারতেন। জাতীয় দলের খেলা না থাকা সময়গুলোতে যে ম্যাচ পাওয়া যায়, সেগুলো খেলতে চাইতে পারতেন টাইগার অলরাউন্ডার। কিন্তু কেকেআরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের খাতিরে সাকিব সেটা করতে চাননি।

সাকিবের বিকল্প হিসেবে কলকাতার নজরে ছিল লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। তবে এখানেও কলকাতাকে হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। শ্রীলঙ্কার অধিনায়ককে দলে ভিড়িয়েছে হার্দিক পান্ডিয়ারা। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর