শ্রীলঙ্কার দানুষ্কা গুণতিলকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়ার মামলার শুনানি চলবে।
অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম জানিয়েছে, গুণতিলকের বিরুদ্ধে সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক করার অভিযোগের শুনানি হয়েছে বৃহস্পতিবার সিডনির কোর্টে। শ্রীলঙ্কার ক্রিকেটার চেয়েছিলেন জামিনের শর্ত শিথিল করার। প্রতিদিন হাজিরা দেওয়ার বদলে সপ্তাহে তিন দিন করার আবেদন করেছিলেন তিনি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে গুণতিলকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে ধর্ষণের চারটি ক্ষেত্রে অভিযোগ আনা হয়েছিল। সম্মতি ছাড়াই শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া ছাড়াও অভিযোগকারী নারীর গলা টিপে ধরেছিলেন বলে অভিযোগ করা হয়েছিল।
এসব অভিযোগের ভিত্তিতে গুণতিলককে শ্রীলঙ্কা ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে। নভেম্বর মাসে তাকে গ্রেফতার করার পরেই নির্বাসিত করা হয়। তবে গত মাসে চারটি অভিযোগের মধ্যে তিনটি থেকে মুক্তি পান গুণতিলক। বাকি একটি অভিযোগের ভিত্তিতেই শুনানি হবে তার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ