৭ জুলাই, ২০২৩ ১৬:২১

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

ফাইল ছবি

হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই ক্রিকেটপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন দেশসেরা এই ওপেনার। এরই মধ্যে গুঞ্জন উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন তামিম।  

এর আগে, বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ী জানানো সংবাদ সম্মেলনে তামিম বলেন,  ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর