১৭ আগস্ট, ২০২৩ ১৩:৩০

নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ মিরপুরে

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ড সিরিজের সব ম্যাচ মিরপুরে

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।  

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দিবা-রাত্রি ম্যাচগুলো মাঠে গড়াবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।  

এদিকে, ৩০ আগস্ট থেকে এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়াবে। বাংলাদেশের ম্যাচ ৩১ আগস্ট। বাংলাদেশ শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দেবে ২৬ আগস্ট। এশিয়া কাপের সুপার ফোরে গিয়ে ফাইনাল পর্যন্ত উঠলে নিউজিল্যান্ড সিরিজের আগে খুব বেশি সময় পাবে না সাকিবরা।  

১৭ সেপ্টেম্বর হবে এশিয়া কাপের ফাইনাল। ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজ শেষ করে পরদিনই আবার বিশ্বকাপ খেলতে ভারত যেতে হবে। ২৯ ও ২ অক্টোবর গুয়াহাটিতে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।  

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর