আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজের অবিচ্ছেদ্য অংশ হয়েই ছিলেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। মুম্বাইকে শিরোপার স্বাদ এনে দিয়েছেন বেশ কয়েকবারই। এবার সেই মুম্বাই ইন্ডিয়ান্সেই আবার ফিরেছেন সময়ের অন্যতম সেরা এই পেসার। যদিও এবার তার পরিচয় খেলোয়াড় হিসেবে না। মুম্বাইতে তিনি ফিরছেন বোলিং কোচ হিসেবে।
২০২৪ আইপিএলকে সামনে রেখে এখন থেকেই নিজেদের টিম ম্যানেজমেন্ট সাজাতে শুরু করেছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজগুলো। সেই ধারাবাহিকতায় দলের বোলিং বিভাগে শেন বন্ডকে সরিয়ে লাসিথ মালিঙ্গাকে বেঁছে নিয়েছে মুম্বাই।
মুম্বাইয়ের সাপোর্টিং স্টাফ হিসেবে এটা অবশ্য মালিঙ্গার দ্বিতীয় মেয়াদ। ২০১৮ সালে তাদের মেন্টর হিসেবে ছিলেন এই লঙ্কান পেসার। পরের বছর অবশ্য নিজেই নেমেছেন মাঠে। জাসপ্রিত বুমরাহকে নিয়ে মুম্বাইকে জিতিয়েছেন তাদের চতুর্থ শিরোপা।বোলিং কোচ হিসেবে অবশ্য আগেও কাজ করেছেন মালিঙ্গা। ২০২২ আইপিএল আসরে তাকে দেখা গিয়েছিল রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ