২০ ডিসেম্বর, ২০২৩ ১৩:২২

জিতলে সেঞ্চুরিটা স্পেশাল মনে হতো: সৌম্য

অনলাইন ডেস্ক

জিতলে সেঞ্চুরিটা স্পেশাল মনে হতো: সৌম্য

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের ব্যাটারদের মধ্যে একাই অর্ধেকের বেশি রান করেন সৌম্য সরকার। তার অনবদ্য সেঞ্চুরিতে ভর করেই দল পেয়েছিল লড়াই করার মতো পুঁজি। কিন্তু বাকি ব্যাটারদের পাশাপাশি বোলারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের সহজ জয় আটকাতে পারেনি বাংলাদেশ। নিজে সেঞ্চুরি পেলেও তাই হতাশ ক্যারিয়ার-সেরা ইনিংস খেলা সৌম্য। তার মতে, ম্যাচটা জিতলে তার সেঞ্চুরিটাও স্পেশাল হতো।  

ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে এই বাঁহাতি ওপেনার বলেন, 'প্রথম কয়েক ওভারে একটু সময় নিয়েছিলাম। সেঞ্চুরি পেয়ে খুশি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেরে গেছি। জিতলে এটা স্পেশাল হতো।'

বাংলাদেশের ইনিংসের একটা পর্যায়ে ৪৪ রানে ৩ উইকেট পড়ে যায়। এরপর চতুর্থ উইকেটের পতন হয় দলীয় ৮০ রানে। তবে তবে একপ্রান্তে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন সৌম্য। শেষ অবধি এসে একজন ভালো সঙ্গীও পেয়ে যান তিনি। মুশফিকুর রহিমের সঙ্গে মিলে দলের বিপর্যয় সামাল দেন সৌম্য। এ দুজনের জুটিতে ১০৮ বলে আসে ৯১ রান। ৫৭ বলে ৪৫ রান করে মুশফিক উইকেটের পেছনে ক্যাচ দিলে এই জুটি ভাঙে। পরে সঙ্গী বদলালেও সৌম্যর রানের গতি থামেনি।

মুশফিকের পর আশা জাগিয়ে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ (১৯)। ফলে স্বীকৃত ব্যাটার হিসেবে তখন সৌম্য একাই ক্রিজে ছিলেন। দলের রান বড় না হওয়ার পেছনে মুশফিক ও মিরাজের 'ভুল' সময়ে বিদায়ের কথা উল্লেখ করলেন সৌম্য, 'মুশফিক ও মিরাজের সঙ্গে ভালো জুটি গড়ে উঠেছিল। কিন্তু তারা ভুল সময়ে আউট হয়ে যায়। তারা যদি ওভাবে আউট না হতো, তাহলে সংগ্রহ আরও বড় হতো।'

আগামী ২৩ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর