নিজের ক্রিকেট একাডেমির উদ্বোধনে সম্প্রতি কলকাতায় এসেছিলেন ভারতের জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। সেখানেই গণমাধ্যমে কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
যুবরাজ বলেন, আমার দুই বাচ্চা এখনো ছোট। ওরা আরও একটু বড় হলে, স্কুলে যেতে শুরু করলে আমি অনেকটা সময় পাব তখন। আমি নিজেও বাচ্চাদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। আইপিএলেও কাজ করতে ইচ্ছুক। সুযোগ পেলেই কোচিং শুরু করব।’
নিজের ক্রিকেট একাডেমি ‘যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স’ নিয়েও বেশ উচ্ছ্বসিত বিশ্বকাপজয়ী এই তারকা। ক্রিকেটার তৈরির কারখানায় কারিগর হিসেবে থাকবেন একাধিক নামজাদা কোচ। স্বপ্নের এই প্রকল্প নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক আগে থেকেই একাডেমি গড়ে তোলার পরিকল্পনা ছিল। ভারতীয় দলে সুযোগ পেতে হলে সেরা মঞ্চ হলো ঘরোয়া ক্রিকেট। সেখানে পারফর্ম করার জন্য অনুশীলন খুব জরুরি। তাই এই উদ্যোগ নেওয়া হলো।’
আরও যোগ করেন, ‘ভারতীয় দলে সাফল্যের সঙ্গে খেলার পর দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার তাগিদ রয়েছে। তাই এই স্বপ্নের প্রকল্প গড়ে তোলা হলো।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ