২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ২০:৫৪

বিপিএল নিয়ে হাথুরুসিংহের মন্তব্য, যা বললেন পাপন

অনলাইন ডেস্ক

বিপিএল নিয়ে হাথুরুসিংহের মন্তব্য, যা বললেন পাপন

যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। ফাইল ছবি

বিপিএল সার্কাসের মতো লাগে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি খেলা দেখার সময়ে বিরক্ত হয়ে টিভিও বন্ধ করে দিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় দলের কোচ।

তার এমন মন্তব্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। হাথুরুসিংহের এমন মন্তব্যের বিষয়ে বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে এ বিষয়ে না জেনে বিস্তারিত কিছু বলতে চান না তিনি।

সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তিনি বলেন, ‘এই জিনিসগুলো না জেনে আমার মন্তব্য করা উচিত হবে না। তাই আমি এখনই যাচ্ছি। গেলে এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারব।’

পাপন বলেন, ‘অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সঠিক না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকমের। জিনিস একেকজন একেকভাবে দেখে। ওখানে কাকে দোষ দিচ্ছে, কেন তার মনে হচ্ছে দেখতে ইচ্ছা করছে না, টেলিভিশন অফ করে দিচ্ছি বা এরকম কথাবার্তা। সেটা বলার পেছনে কারণ কী, সেটার পেছনের কারণ আমার জানার দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য বলা সহজ হয়। কোনো একটা জিনিস যদি না দেখি, তাহলে এভাবে বলা কঠিন।’

হাথুরু যদি বিসিবির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেন তাহলে অবশ্যই তাকে শোকজ করবে বিসিবি। এমনটাই জানিয়েছেন পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেই-ই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর