সংশোধিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সিরিজের জন্য ১০ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ এ’ দল। যদিও দলটির ৬ আগস্ট ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্রিকেটারদের সফর বিলম্বিত হয়। সফরে পাকিস্তান শাহিনস নামে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দু’টি চারদিনের এবং তিন ম্যাচের ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
পরিবর্তিত সূচি অনুযায়ী ১৩-১৬ আগস্ট প্রথম এবং ২০-২৩ আগস্ট থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে- ২৬, ২৮ এবং ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। চার দিনের এবং ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ইসলামাবাদে ।
দ্বৈবক্রমে ‘এ’ দলের সঙ্গে প্রায় একই সময়ে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় দল। সফরের টেস্ট সিরিজের জন্য ১৭ আগস্ট পাকিস্তান যাবার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে প্রথম টেস্ট এবং করাচিতে ৩০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।এদিকে, দেশে সহিংস অস্থিরতার পর মাঠে ফিরেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স প্রধান শাহরিয়ার নাফিস বলেন, ‘মাঠে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা। আমরা আশা করি, জাতীয় দলের অনুশীলনও শুরু হবে।’
বিডি প্রতিদিন/নাজমুল