নেশনস লিগের জন্য গত মাসের মতো এবারও কিলিয়ান এমবাপ্পেকে বাইরে রেখে দল ঘোষণা করলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। যা বেশ চমকে দেওয়ার মতোই। তবে দেশম জানিয়েছেন, তার সিদ্ধান্তটি কেবল দু'টি ম্যাচের জন্য।
সংবাদ সম্মেলনে ফ্রান্স বলেন, ‘আমি তার সঙ্গে আলোচনা করেছি। সিদ্ধান্তটি আমি কেবল এই দু'টো ম্যাচের জন্য নিয়েছি। কিলিয়ান দলে ফিরতে চেয়েছিল। সব বিষয়ে একমত নাও হতে পারি আমরা। খেলোয়াড়দের সঙ্গে এসব আলোচনা আমি করতেই পারি। আমি সেরা ও সবচেয়ে সুদর্শন কোচ— খেলোয়াড়দের কাছ থেকে এসব শুনতে আসিনি। আমি তাদের মতামত শুনি। আমি সবসময় এমন আলোচনা দ্বারা অনুপ্রাণিত, হোক সেটা ব্যক্তিগত কিংবা দলগতভাবে।’
সময়টা এমনিতে ভালো যাচ্ছে না এমবাপ্পে। শেষ পাঁচ ম্যাচে রিয়ালের হয়ে কেবল একবার জালের দেখা পেয়েছেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে আটবার অফসাইডের ফাঁদে পড়েছেন এই ফরোয়ার্ড। কিছুদিন আগে চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে ম্যাচেও নিজের ছায়া হয়েছিলেন।
এদিকে নেশনস লিগের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ইসরায়েল ও ১৭ নভেম্বর ইতালির মুখোমুখি হবে ফ্রান্স।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ