এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রীতিমতো উড়ছে বার্সেলোনা। ইউরোপের বাঘা বাঘা সব জায়ান্টদের হারিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে কাতালানরা। ঠিক এমন মুহূর্তে উড়তে থাকা বার্সাকে হারের স্বাদ দিলো রিয়াল সোসিয়েদাদ।
রবিবার রাতে সান সেবাস্তিয়ানে ১-০ গোলে হেরেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
এ দিন চোটে লামিন ইয়ামাল দলের বাইরে থাকায় আক্রমণভাগে তার শূন্যতা অনুভব করেছে বার্সা। একের পর এক ম্যাচে অপ্রতিরোধ্য জয় উপহার দেওয়া দলটি হঠাৎ ধাক্কা খেল।
শুরুতে সোসিয়েদাদের জালে ঠিকই বল জড়িয়েছিলেন রবার্ট লেভান্ডভস্কি। তবে, অফসাইডের কারণে গোল দেননি রেফারি।
১৩তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের শট প্রতিহত হওয়ার পর ছয় গজ বক্সের বাইরে থেকে জালে পাঠান লেভান্ডভস্কি। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ভিএআর রিপ্লেতে দেখা যায়, লেভানদোভস্কির বুটের সামান্য অংশ অফসাইডে ছিল।
৩৩তম মিনিটে এগিয়ে যায় সোসিয়েদাদ। সতীর্থের হেড পাসে বক্সে ঢুকে বার্সা গোলরক্ষককে ফাঁকি দেন শেরালদো বেকার।
প্রথমার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পাওয়া ডি ইয়ংকে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামাননি ফ্লিক। বদলি নামেন দানি ওলমো।
৫০তম মিনিটে পেদ্রির ক্রসে দূরের পোস্টে কুবার্সির হেড সামান্য বাইরে দিয়ে যায়। পরের মিনিটে ওইয়ারসাবালের শটে বল এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে ব্যবধান বাড়তে দেননি পেনিয়া।
ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকবার আক্রমণ করেও গোল করতে পারেনি কোনো দল।
লা লিগায় ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লিগে রিয়ালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল বার্সা।
বিডি প্রতিদিন/ইই