‘ফিনিশার’ মাহমুদউল্লাহ রিয়াদ কি শেষ হয়ে গেছেন? তার শেষ চার ইনিংস ০, ১, ২ এবং ৩ রান! ব্যাটিংয়ের এমন অবস্থা দেখে অনেকেরই এই প্রশ্ন।
তবে, এক ইনিংসেই সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি না পেলেও আস্থার প্রতিদান দিয়েছেন।
সেঞ্চুরির কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত রিয়াদ থামলেন ৯৮ রানে। তার সঙ্গে মিরাজের ফিফটিতে ভর করে বাংলাদেশ ৭ উইকেটে ২৪৪ রান করে। সিরিজ জিততে আফগানিস্তানকে করতে হবে ২৪৫ রান।
এর আগে ৬২ বলে ফিফটি করেন মাহমুদউল্লাহ। ফিফটির পর অভিজ্ঞ এই ব্যাটার ঝড়ো ব্যাটিংয়ের চেষ্টা করেছেন। এরপর ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলেও ক্রিজে টিকে ছিলেন রিয়াদ। ৯৮ বলে খেলেন ৯৮ রানের অনবদ্য এক ইনিংস।
শেষ বলে সেঞ্চুরির জন্য প্রয়োজন ৩ রান। আজমাতউল্লাহ ওমারজাইয়ের ফুল লেংথ বল অন সাইডে খেললেন মাহমুদউল্লাহ। দৌড়ে শুধু ১ রান নিতে পারলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রানআউট হলেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা