মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের বাকি অংশ শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে সিলেট ও চট্টগ্রামের পর্ব শেষ করে টুর্নামেন্টটি আবার ঢাকায় ফিরে এসেছে। টুর্নামেন্টের ৩৪টি ম্যাচ শেষ হয়েছে, আর বাকি রয়েছে ১২টি ম্যাচ। এর মধ্যে রয়েছে রাউন্ড রবিন লিগের শেষ দশটি ম্যাচ এবং প্লে-অফ ও ফাইনাল।
ঢাকা পর্বের ম্যাচগুলো আজ (রবিবার) থেকে শুরু হচ্ছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স, আর রাতে খেলবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। রাউন্ড রবিন পর্ব চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার, ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৭ ফেব্রুয়ারি জমকালো ফাইনালের মাধ্যমে শেষ হবে টুর্নামেন্ট।
শীর্ষে রংপুর রাইডার্স
পয়েন্ট টেবিলে সবার শীর্ষে রয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে টানা ৮ ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে থাকা নুরুল হাসান সোহানের দল ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে রংপুর একচেটিয়া শীর্ষে অবস্থান করছে। তাদের ধারাবাহিক পারফরম্যান্সই টুর্নামেন্টে সেরা দল হিসেবে এগিয়ে রেখেছে।
দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশাল ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট অর্জন করেছে। চিটাগং কিংস, খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী প্লে-অফে জায়গা করে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে। চিটাগংয়ের ৯ ম্যাচে ১০ পয়েন্ট, খুলনার ৮ এবং রাজশাহীর সমান ৮ পয়েন্ট রয়েছে এক ম্যাচ বেশি খেলে।
১০ ম্যাচে ৩ জয় পাওয়া ঢাকা ক্যাপিটালস এবং ৯ ম্যাচে ২ জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্সও অন্তত কাগজে-কলমে টিকে আছে। তবে তাদের জন্য কাজটি খুবই কঠিন, কারণ নিজেদের জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।
বাকি অংশের সময়সূচি
ঢাকা পর্ব
তারিখ | ম্যাচ | সময় |
---|---|---|
২৬ জানুয়ারি | বরিশাল–সিলেট স্ট্রাইকার্স | বেলা ১:৩০ |
২৬ জানুয়ারি | দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স | সন্ধ্যা ৬:৩০ |
২৭ জানুয়ারি | ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স | বেলা ১:৩০ |
২৭ জানুয়ারি | দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬:৩০ |
২৯ জানুয়ারি | রংপুর রাইডার্স–চিটাগং কিংস | বেলা ১:৩০ |
২৯ জানুয়ারি | ঢাকা ক্যাপিটালস–ফরচুন বরিশাল | সন্ধ্যা ৬:৩০ |
৩০ জানুয়ারি | রংপুর রাইডার্স–খুলনা টাইগার্স | বেলা ১:৩০ |
৩০ জানুয়ারি | চিটাগং কিংস–সিলেট স্ট্রাইকার্স | সন্ধ্যা ৬:৩০ |
১ ফেব্রুয়ারি | ঢাকা ক্যাপিটালস–খুলনা টাইগার্স | বেলা ১:৩০ |
১ ফেব্রুয়ারি | ফরচুন বরিশাল–চিটাগং কিংস | সন্ধ্যা ৬:৩০ |
প্লে-অফ ও ফাইনাল
তারিখ | ম্যাচ | সময় |
---|---|---|
৩ ফেব্রুয়ারি | এলিমিনেটর | বেলা ১:৩০ |
৩ ফেব্রুয়ারি | ১ম কোয়ালিফায়ার | সন্ধ্যা ৬:৩০ |
৫ ফেব্রুয়ারি | ২য় কোয়ালিফায়ার | সন্ধ্যা ৬:৩০ |
৭ ফেব্রুয়ারি | ফাইনাল | সন্ধ্যা ৭:০০ |
ঢাকায় ফেরার মধ্য দিয়ে বিপিএল জমে উঠছে শীর্ষ লড়াইয়ের উত্তেজনায়। রংপুর রাইডার্সের শীর্ষ অবস্থান ধরে রাখা এবং অন্যান্য দলের প্লে-অফ নিশ্চিত করার লড়াইকে ঘিরে বাড়ছে প্রতিযোগিতার উত্তাপ। এবারের আসরের উত্তেজনাপূর্ণ শেষ অংশ উপভোগ করতে প্রস্তুত ভক্তরা।
বিডি প্রতিদিন/আশিক