জাতীয় টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ এককের ফাইনালে বিকেএসপির মাহাদ বিন মালেককে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ আবরার।
আজ শুক্রবার রমনা টেনিস কমপ্লেক্সে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এদিকে, পুরুষ দ্বৈত ইভেন্টের ফাইনালে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী ও মিলন হোসেন ৭-৬, ৬-৪ গেমে জারিফ আবরার ও মো. সায়েম জুটিকে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছেন।
এছাড়া, নারী এককের ফাইনালে বিকেএসপির সুবর্না খাতুনকে ৬-০, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতেছেন ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার।
আর নারী দ্বৈতের খেলায় বিকেএসপির সুবর্না খাতুন ও জান্নাতুন ফেরদৌস জুটি ৫-৭, ৭-৫, ১০-৭ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ও সুস্মিতা সেন জুটিকে হারায়।
বিডি প্রতিদিন/কেএ