বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়ার আরও একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে অজিদের।
দুই ম্যাচে পয়েন্ট হারালেও সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে স্টিভেন স্মিথদের। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা নিয়েছে তারা।
তবে, কঠিন পরিস্থিতিতে পড়েছে আফগানিস্তান। বি-গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে হারালে বিদায় হয়ে যাবে আফগানদের, গ্রুপসেরা হয়ে সেমিতে যাবে দক্ষিণ আফ্রিকা। আর যদি ৩০১ রান তাড়া করে কমপক্ষে ২০৭ রানে ইংলিশদের কাছে হেরে যায় দক্ষিণ আফ্রিকা, তাহলে সেমিতে যাবে আফগানিস্তান, যা বাস্তবিক অর্থে অসম্ভবই বটে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দেয় আফগানিস্তান। জবাবে বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ১২.৫ ওভারে ১ উইকেটে ১০৯ রান তোলে অস্ট্রেলিয়া। এরপর আর খেলাই শুরু করা যায়নি।
অপরাজিত থাকেন দুই ব্যাটার স্টিভ স্মিথ (১৯) ও ট্রাভিস হেড (৫৯)। জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ম্যাথিউ শর্ট (২০)।
এর আগে, শুরুটা ভালো করতে পারেনি আফগানিস্তান। প্রথমেই ফিরে যান রহমানুল্লা গুরবাজ (০)। আর এক ওপেনার জাদরানও (২৮ বলে ২২) আগের দিনের মতো খেলতে পারেননি। চার নম্বরে নেমে ভরসা দিতে পারেননি রহমত শাহও (২১ বলে ১২)। তবে তিন নম্বরে নামা সেদিকুল্লা ২২ গজে এক প্রান্ত আগলে রেখেছিলেন। তবুও আফগানিস্তানের ইনিংস প্রয়োজনীয় গতির অভাবে ভুগল অধিনায়কের জন্য। গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরে নেমে হাশমতুল্লার মন্থর ব্যাটিং দলকে চাপে ফেলে দেয়। ৩৩টি ডট বল খেলেন আফগান অধিনায়ক।
সেদিকুল্লার ৯৫ বলে ৮৫ রানের ইনিংস খেললেও প্রয়োজনীয় বড় রানের জুটি তৈরি করতে পারেননি আফগানেরা। তারপর দলের ইনিংসের হাল ধরেন অজমতুল্লা। শেষ দিকে কিছুটা চেষ্টা করেন রশিদ খানও (১৭ বলে ১৯)। অজমতুল্লা করলেন ৬৩ বলে ৬৭ রান। আফগান ইনিংসকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দিতে সাহায্য করলেন অস্ট্রেলিয়ার বোলারেরাও। ৩৬ রান অতিরিক্ত দিলেন অজি বোলাররা। ১৭টি ওয়াইড বল করলেন তারা।
অস্ট্রেলিয়ার সফলতম বোলার বেন ডোয়ারশুইস ৪৭ রানে ৩ উইকেট নেন। ৪৮ রানে ২ উইকেট অ্যাডাম জাম্পার। ৪৯ রানে ২ উইকেট স্পেনসার জনসনের। ১টি করে উইকেট নিয়েছেন নাথান এলিস এবং গ্লেন ম্যাক্সওয়েল।
বিডি প্রতিদিন/কেএ