মিউজিকপ্রেমীদের জন্য সুখবর আনতে চলেছে আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল। ২০১৫ সালের মাঝামাঝিতে তাদের আইফোন ব্যবহারকারীদের আরও উন্নত মিউজিক শোনার সুযোগ দিতে আনতে চলেছে নয়া অ্যাপ।
অ্যাপেলের তরফে জানানো হয়েছে, উন্নত মিউজিক ও সাউন্ড সিস্টেমের সুবিধা নিয়েই নয়া এই মিউজিক অ্যাপটি কাজ করবে। নয়া অ্যাপটি ‘বিট’ মিউজিকের আরও উন্নত সংস্করণ।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, নয়া এই মিউজিক অ্যাপটি অ্যাপেলের অপারেটিং সিস্টেমে আপডেট করার সঙ্গে সঙ্গেই এই সুবিধা পাবেন আইফোন ব্যবহারকারীরা। তবে এই সুবিধা পেতে ব্যবহারকারীদের আর কয়েকদিন অপেক্ষা করতে হবে।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব