হেডফোন দিয়ে আমরা সাধারণত শব্দ শুনে থাকি। কিন্তু কখনো কি ভেবেছেন আপনার কানে ব্যবহৃত এই হেডফোন দিয়ে আপনি সেলফি তুলতে পারবেন! অবশ্য না। তবে এ ধরনের হেডফোন বাজারে আনতে চলেছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল।
অনেকের অভিযোগ, অ্যাপেলের হেডফোন নাকি কানে ঠিকমতো গোঁজা যায়না তার অদ্ভূত আকারের জন্য। কিন্তু এবার বাজিমাৎ করল সেই অ্যাপেল ইয়ারপডই। বিজনেস ইনসাইডার বলে এক সংস্থার জন্য ইউল ওয়েই দেখিয়েছেন আইফোনের ইয়ারপডকে কী কী ১৪টি কাজে লাগানো যায়। শুধু সেলফিই নয়, গান শোনা, কল ডাইভার্ট করার মতো কাজও করা যাবে হেডফোনের সাহায্যে। অ্যাপেলের সর্বাধুনিক আই ও এস ৮ সফ্টওয়্যার সাপোর্টেড হেডোফোনে রয়েছে একটি রিমোট ও একটি ক্যামেরা। যার সাহায্যে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব