প্রয়াত স্টিভ জবসের বিশ্বখ্যাত সফটওয়্যার কোম্পানি 'অ্যাপল' আইফোন, আইওয়াচ, আইপ্যাড, ম্যাকবুক থেকে শুরু করে আকর্ষণীয় কত প্রযুক্তি পণ্যই না বাজারে এসেছে। এবার কোম্পানিটি আকর্ষণীয় মডেলের গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে। খবর ওয়ালস্ট্রিট জার্নালের
ওয়ালস্ট্রিটের প্রতিবেদনে বলা হয়, একটি গাড়ি বাজারে আনার পরিকল্পনা করেছে অ্যাপেল। এটি দেখতে নাকি অনেকটা ছোটখাটো একটি ভ্যানের মতো। তবে গাড়িটির নাম কি হবে বা দামই কত পড়বে এ সম্পর্কে আর বিস্তারিত কিছু জানায়নি কোম্পানিটি।
এর আগে অ্যাপল ‘কার প্লে’ নামে একটি সফটওয়্যার বাজারে আনে। গাড়ির চালকরা অ্যাপল ‘কার প্লে’ সফটওয়্যারের মাধ্যমে তাদের আইফোনে হাত না দিয়েও ফোন কল, ভয়েস কল, মেসেজিংয়ের মতো কাজগুলো করতে পারছেন।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ