মেক্সিকান ধনকুবের ওয়ারেন বাফেটের ২০০৬ কাডিলাক ডিটিএস মডেলের একটি গাড়ি ১ লাখ ২২ হাজার ৫০০ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। কয়েকদিন আগেই গাড়িটি যুক্তরাষ্ট্রের ওমাহাভিত্তিক অনলাইন নিলাম প্রোক্সিবিডে তোলা হয়। নিলামের শুরুতেই গাড়িটির দাম হাকা হয় ১২ হাজার মার্কিন ডলার। খবর সিএনএন'র
কোনো ব্যক্তিগত বিনিয়োগে নয়, বরং ওমাহা গার্লস ইনক. নামে একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সহায়তা দিতেই গাড়িটি বিক্রি করেছেন ওয়ারেন বাফেট। প্রতিষ্ঠানটি তরুণীদের শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনমূলক কর্মসূচি নিয়ে কাজ করে। সিএনএন'র প্রতিবেদনে বলা হয়, নিউ ইয়র্কের এক বাসিন্দা সর্বোচ্চ দামে বাফেটের গাড়িটি কিনে নেন। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছুই জানানো হয়নি।
এর আগেও দাতব্য ওই প্রতিষ্ঠানে অর্থ সহায়তা দিয়েছেন ওয়ারেন বাফেট। ২০০৬ সালে তিনি তার ২০০১ লিঙ্কন টাউন মডেলের গাড়ি বিক্রি করে এই প্রতিষ্ঠানকে দান করেছেন। এছাড়া ১৯৯৯ ও ২০০৮ সালে ওই প্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ ডলারের অর্থ সহায়তা দেন বাফেট।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ