ব্লগার প্ল্যাটফর্ম ব্যবহার করে যৌন উত্তীপক ছবি এবং ভিডিও সম্বলিত ব্লগ পোস্টকারীদেরকে সতর্ক করে দিয়েছে গুগল। তা হলো কেউ যদি যৌন উত্তেজনা সৃষ্টিতে সহায়ক কোনো ছবিযুক্ত ব্লগ পোস্ট করে তাহলে আগামী ২৩ মার্চ থেকে তাদের ব্লগ 'প্রাইভেট' [মানে অন্য কেউ তা দেখার সুযোগ পাবে না] করে রাখা হবে। তবে এডাল্ট কনটেন্ট সম্বলিত কোনো ব্লগই ডিলিট করা হবে না বলে টেক জায়ান্ট গুগল জানিয়েছে। খবর বিবিসির
বর্তমানে যেসব 'ব্লগার' ব্যবহারকারী এডাল্ট কনটেন্টযুক্ত ব্লগ পোস্ট করছেন তাদেরকে গুগলের পক্ষ থেকে উপদেশও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যাতে করে ব্যবহারকারীরা নিজেরাই এগুলো সরিয়ে ফেলেন বা নিজ থেকেই এমন ব্লগকে 'প্রাইভেট' করে ফেলেন। গুগলের আপডেটেড শর্তে বলা হয়েছে, ২৩ মার্চ ডেডলাইনের পর যদি কেউ এডাল্ট কনটেন্টযুক্ত ব্লগ পোস্ট করেন তাহলে সেগুলো কর্তৃপক্ষ নিজেই সরিয়ে ফেলার অধিকার রাখে।
বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ