বারফোনে যারা থ্রিজি ভিডিও কল করার (3G Video Call) সুবিধা পেতে চান তাদের জন্যই মাইসেল এবার বাজারে নিয়ে এল অত্যাধুনিক প্রযুক্তির থ্রিজি (3G) সমৃদ্ধ জি-১ (G-1) মডেলের নতুন মুঠোফোন।
নতুন এই ফোনটি সর্ম্পকে মাইসেলের ডিরেক্টর (অপারেশন) নাহিদুল ইসলাম বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে বারফোন অনেক জনপ্রিয়। বার ফোনে থ্রিজি সুবিধা না পাওয়ায় অনেক গ্রাহক টাচ ফোন ও বার ফোন দুটি একই সাথে ব্যবহার করছে। তাদের ঝক্কি কমাতেই মাইসেল এবার বাজারে এনেছে জি-১ মডেলের এই নতুন হ্যান্ডসেটটি।
বারফোন ব্যবহার যেমনি সহজ তেমনি চার্জ থাকে অনেক বেশি। তাছাড়া টাচ ফোনের মত পড়ে গেলে স্ক্রিন ফেটে যাবার সম্ভাবনাও অনেক কম।" জি-১ মডেলের নতুন এই মুঠোফোনে রয়েছে ডাবল সিম ব্যবহারের সুবিধা, এর মধ্যে ১টি সিম ডাবস্নুসিডিএমএ (যাতে দেবে উচ্চ ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক) আর ১টি সিম জিএসএম সম্পন্ন। ফোনটি জাভা চালিত হওয়ায় উপভোগ করা যাবে অপেরা মিনি ব্রাউজার, ফেইসবুক, জিমেইল।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব