ডেল অপটিপ্লেক্স ৩০২০ মডেলের ব্রান্ড পিসি বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ইন্টেল ফোর্থ জেনারেশন কোর আই থ্রি প্রসেসর সম্পন্ন এই ব্রান্ড পিসিতে রয়েছে ইন্টেল ৮১ চিপসেট মাদারবোর্ড, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ইন্টার্নাল ডেল বিজনেস অডিও স্পিকার, এইচডি ৪৪০০ গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি মনিটর, ডেল এমএস১১১ ইউএসবি অপটিক্যাল মাউস এবং ডেল কেবি২১২-বি মডেলের ইউএসবি কি-বোর্ড। মূল্য ৩৯,৫০০ টাকা।
বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা