জীবনের চলার পথে বিভিন্ন ক্ষেতে হতাশ হয়ে অনেকে আত্মহত্যা করে থাকেন। তবে ফেসবুকে যদি আত্মহত্যার করার মতো কোনো কিছু পোস্ট করে আপনার কোনো বন্ধু তবে আপনি তাকে বাঁচালেও বাঁচাতে পারেন। কারণ আত্মহত্যা প্রতিরোধে নতুন একটি ফিচার চালু করেছে ফেসবুক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুইসাইড প্রিভেনশন লাইফলাইন, সেভ.অর্গ এবং ফোরফ্রন্টের সাথে যৌথভাবে এই ফিচারটি চালু করেছে ফেসবুক।
জানা যায়, এর মাধ্যমে কোন ব্যবহারকারী যদি আত্মহত্যা সম্পর্কিত কোন পোস্ট দেয়, তাহলে তাকে রক্ষার উদ্যোগ নিতে পারবেন তার ফেসবুক বন্ধুরা। আর এধরনের পোস্টের উপরে ডান দিকে থাকা ছোট তীর চিহ্নে ক্লিক করলে 'রিপোর্ট পোস্ট' অপশন আসব। এখান থেকে বন্ধুর সাথে যোগাযোগ করা যাবে অথবা অন্য কোন বন্ধুর সাহায্যে সুইসাইড হেল্প লাইনে যোগাযোগ করা সম্ভব হবে।
পরবর্তীতে ফেসবুক পোস্টটি রিভিউ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। ফিচারটি ডেস্কটপ এবং মোবাইল উভয় প্ল্যাটফর্মের জন্যই উন্মুক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৫/মাহবুব